বায়ার্ন মিউনিখের জয়রথ ছুটছেই। জার্মান লিগ বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করল বাভারিয়ানরা। ম্যাচের সবগুলো গোলই এসেছে প্রথমার্ধে।
শনিবার (১ নভেম্বর) নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় লেভারকুজেনকে আতিথ্য দেয় বায়ার্ন।
মূলত অনেকটা চমক দেখিয়েই ২০২৩-২৪ লিগ চ্যাম্পিয়ন লেভারকুজেনের বিপক্ষে মাঠে নামে মিউনিখের দলটি। শুরুর একাদশে এদিন ছিলেন না গোল মেশিন হ্যারি কেইন, উপামেকানো, লুইস দিয়াস ও মাইকেল ওলিসের মত তারকারা। তবে সেই অভাব বুঝতেই দেয়নি স্বাগতিকরা।
প্রথমার্ধেই চালকের আসনে বসে টানা জয়ের রেকর্ড করা দলটি। গ্যানাব্রি দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান নিকোলাস জ্যাকসন। তাদের ৩-০ গোলের জয়ে অন্য গোলটি বায়ার্নকে উপহার দেয় লেভারকুজেন।
এই জয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর হিসেবে টানা জয়ের রেকর্ডের সংখ্যাটা আরও বাড়ালো বায়ার্ন। ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে তারা এখন পর্যন্ত টানা ১৫ ম্যাচ জিতেছে। আগের ম্যাচেই তারা ভেঙেছে এসি মিলানের গড়া টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড।
উল্লেখ্য, লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ।




