ঢাকা  শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাশিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্ব

শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্ব

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ভারত। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ফাইনালে পা রেখেছে স্বাগতিকরা। যেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে ভারত ও প্রোটিয়ারা এখন পর্যন্ত ৩৪ বার মুখোমুখি হয়েছে। ভারতের ২০ জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩টি ম্যাচ।

দুই দলের সবশেষ পাঁচ দেখায়ও একক আধিপত্য ভারত নারী দলের। পাঁচ ম্যাচের মধ্যে চারটিই জিতেছে তারা। তবে সবশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপেই ভারতকে ৩ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা।

এই আসরের পারফরম্যান্সে আবার কিছুটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের ৭ ম্যাচের মধ্যে ৫টিতেই জিতেছিল দলটি। অন্যদিকে, ৩ ম্যাচে জয় পেয়েছে ভারত।

এর আগে, দুইবার ফাইনাল খেলেছে হারমানের দল। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছিল প্রথমবার। দ্বিতীয়বার ২০১৭ সালে হারে ইংল্যান্ডের কাছে। অন্যদিকে, এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular