ঢাকা  শুক্রবার, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিড‘শিশু নোবেলের’ জন্য মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাহবুব

‘শিশু নোবেলের’ জন্য মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাহবুব

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশনের ‘শিশু নোবেল’খ্যাত পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে কিশোরগঞ্জের মাহবুব আল হাসান। পরিবেশ, জলবায়ু, শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের এই পুরস্কার দিয়ে থাকে।
মাহবুব আল হাসান (১৭) কিশোরগঞ্জ শহরতলির শোলাকিয়া এলাকার আব্দুল্লাহ আল হাসানের ছেলে। শহরের হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা থেকে ২০২৪ সালের আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। সে দাখিল ও আলিম উভয় পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছে।

মাহবুব আল হাসান তিন বছর আগে প্রতিষ্ঠা করে ‘দ্য চেইঞ্জ বাংলাদেশ’ নামে একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগে অসুস্থ শিশুদের রক্তের জন্য খুলেছে ‘ব্লাড খুঁজি’ অনলাইন প্ল্যাটফর্ম। শিশুস্বাস্থ্য ও জলবায়ু বিষয়ে সচেতনতা তৈরি, গাছের চারা রোপণ ও প্রান্তিক শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ এবং হাওরের অবহেলিত শিশুদের নিয়েও কাজ করছে সে।
কিডসরাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইটে দেখা গেছে, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ২০০৩ সালে। শিশু অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ দিয়ে থাকে সংস্থাটি। এটিকে অনেকে ‘শিশু নোবেল’ পুরস্কার নামেও আখ্যায়িত করেন। এই সংস্থাটি তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে শিশুর অধিকার ও তাদের অগ্রগতি নিয়ে কাজ করে। স্তম্ভগুলো হলো–উদ্বুদ্ধকরণ, গবেষণা ও কাজ। সংস্থাটি পুরস্কারের জন্য আবেদন আহ্বান করে। আবেদন জমা হলে সেগুলো বিভিন্ন বাছাই কমিটি যাচাই-বাছাই করে মনোনীতদের তালিকা তৈরি করে।

শিশু নোবেলের জন্য মনোনয়ন পেয়ে মাহবুব আল হাসান উচ্ছ্বাস প্রকাশ করে বলে, এই মনোনয়ন তাকে শিশুদের প্রতি তথা দেশের প্রতি আরও দায়বদ্ধ করল, কাজের প্রতি আগ্রহ আরও বহুগুণ বাড়িয়ে দিল।
হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক জানান, মাহবুবের মনোনয়নের খবরটি জেনে গোটা মাদ্রাসা পরিবার আনন্দে উচ্ছ্বসিত।
মাহবুব জানায়, তার বাবা আব্দুল্লাহ আল হাসান সদর উপজেলার নেহার নান্দলা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট মাহবুব। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি তার পছন্দ নেই। তার ইচ্ছা মানুষের সেবা ও শিশুদের জন্য বাকি জীবন কাজ করে যাওয়া।

মাহবুব আল হাসান জানায়, গত মে মাসে পুরস্কারের জন্য তার কাজের যাবতীয় তথ্যপ্রমাণসহ আবেদন করে সে। ৯ অক্টোবর কিডসরাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইটে তার মনোনয়নের খবরটি দেখেছে। তার নাম, ছবিসহ যাবতীয় তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ বলেছেন, পুরস্কারটা যেহেতু ওই সংস্থাটি নিজেরা দিয়ে থাকে, ফলে প্রশাসনের কাছে এই সংক্রান্ত কোনো তথ্য নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular