ঢাকা  সোমবার, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসড়কে জলাবদ্ধতা, সংস্কারের নেই উদ্যোগ

সড়কে জলাবদ্ধতা, সংস্কারের নেই উদ্যোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বেশ জনবহুল কাতিহার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তিন রাস্তার মোড় পর্যন্ত প্রায় দুই’শ মিটার পাকা সড়কে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে যান চলাচলে চরম বিঘ্নতা ঘটে।পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। মঙ্গলবার ২৯ অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচলে বেগ পেতে হচ্ছে শিক্ষক,শিক্ষার্থী,ইজিবাইক,মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা চালকদের। সড়কটিতে পানি নিষ্কাশনের জন্য নেই কোন ড্রেনেজ ব্যবস্থা।

সড়কে বৃষ্টির পানি জমে থাকার ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি আর কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও এ বাজারে সপ্তাহের শনিবার বিশাল পশুর হাট বসে। সমাগম ঘটে হাজার হাজার গরু, ছাগলসহ মানুষের। এ অবস্থার প্রেক্ষিতে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হন অনেক যানবাহন ও পথচারী। দীর্ঘদিন রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবি এলাকাবাসীর। কাতিহার বাজার এলাকার বাসিন্দা মো. রনজু, বিশাল, মোস্তানসহ কয়েকজন বলেন,সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেওয়ায় ইট ও পিচ ওঠে গর্তের সৃষ্টি হয়েছে।
তবে তাদের অভিযোগ এ সড়কটিতে পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সড়কে জলাবদ্ধতা নিষ্কাশনসহ কোন প্রকার সংস্কারের ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রতিদিন যানবাহনসহ হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

এ ব্যপারে জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনিসুর রহমান বলেন, রাস্তাটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। ২৪-২৫ অর্থ বছরে জিওবি মেনটেনেন্স খাতে বরাদ্দ হয়েছে। আরসিসি ঢালাইয়ের কাজের জন্য টেন্ডার প্রসেসিং এ রয়েছে। ঠিকাদার নির্বাচিত হলেই কাজ শুরু করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular