ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসেনা অভিযানে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেনা অভিযানে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. শিস নবি (৩৫)–কে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে বের হওয়া টহল দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

অভিযানকালে তার কাছ থেকে প্রথমে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। মোট ৩৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শিস নবি মাদক সরবরাহ ও পাইকারি বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার মাধ্যমে কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকায় ইয়াবা ছড়িয়ে পড়ছিল।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, “সেনা টহল দলের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular