ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়হজ নিবন্ধনে কোটার অর্ধেকও পূরণ হয়নি

হজ নিবন্ধনে কোটার অর্ধেকও পূরণ হয়নি

আগামী বছর হজে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের সময় গত রোববার মধ্যরাতে শেষ হয়েছে। তবে এবার বাংলাদেশ থেকে কাঙ্ক্ষিত হজযাত্রী পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে নিবন্ধনের সময় বাড়ানো হবে কিনা, তা সৌদি আরব সরকারের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকের পর চূড়ান্ত হবে। এসব তথ্য জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত রোববার মধ্যরাত পর্যন্ত ৫৯ হাজার ৮৫৯ জন নিবন্ধন করেছেন। এরপর নিবন্ধন বন্ধ রয়েছে। মঙ্গলবার সৌদি সরকারের সঙ্গে বৈঠকে বসব, সেখানে তারা জানতে চাইবেন– কতজন নিবন্ধন করেছেন, কতজন প্রাক্-নিবন্ধন করেছেন। আমরা নিবন্ধনের সময় বাড়ানোর জন্য অনুরোধ জানাব। আশা করছি, সময় বাড়ানো যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এ বছর বাংলাদেশের জন্য হজের কোটা নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার সরকারি পর্যায়ে ৩ হাজার ৬৯৭ জন এবং বেসরকারি পর্যায়ে ৪৪ হাজার ১৪৭ জন নিবন্ধন করেছেন। দেশে নিবন্ধিত হজ এজেন্সি রয়েছে ৭৫০টি। এর মধ্যে ৫৭টি এজেন্সি এখন পর্যন্ত কোনো নিবন্ধনই সম্পন্ন করেনি।

হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার সমকালকে বলেন, অনেক হজযাত্রী আর্থিক প্রস্তুতি নিচ্ছেন, কেউ কেউ জমি বিক্রির মতো কাজ শেষ না হওয়ায় অপেক্ষা করছেন। অনেকে মনে করছেন, আগের মতো এবারও সময় বাড়ানো হবে।
আগামী বছরের হজে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা (প্যাকেজ-৩)। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

৩৮ কোটি টাকা ফেরত আনল বাংলাদেশ
এদিকে, সৌদি আরবে আটকে থাকা হজ এজেন্সিগুলোর প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মের আইবিএএনে (ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর) বাংলাদেশের ৯৯০টি হজ এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিল। সেখান থেকে এক কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৪৬৮ সৌদি রিয়াল ও ৫৭ হালালা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি ৯৪ লাখ টাকা, ফেরত পাওয়া গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular