ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকা‘৩১ দফা বাস্তবায়ন ঘরে ঘরে পৌঁছে দাও’—তারেক রহমানের বার্তা স্মরণে তাতীদলের শ্রদ্ধা...

‘৩১ দফা বাস্তবায়ন ঘরে ঘরে পৌঁছে দাও’—তারেক রহমানের বার্তা স্মরণে তাতীদলের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : বনানী ও গুলশান থানার নবগঠিত কমিটির অনুমোদন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তাঁতীদলের কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, “আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। তিনি নেতাকর্মীদের একটি কথাই বারবার বলে যাচ্ছেন—রাষ্ট্র কাঠামোসহ বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এখানে স্পষ্ট করে লেখা আছে, কিভাবে আগামী দিনে দেশ চলবে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা ক্ষমতায় যাই, তাহলে ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করব।”

তিনি আরও বলেন, “আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী তাঁতীদলের বিভিন্ন জেলা ও ঢাকা মহানগর থেকে যে নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের মাজারে এসেছেন, আমরা শপথ করছি—অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করব। আমাদের দলের কেউ যদি অন্যায় কাজে যুক্ত হয়, আমরা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সাধারণ সম্পাদক এম এ হান্নান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছ ও সুরুজ কবির খান।

গুলশান থানা তাঁতীদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মইনুল হাসান নিশুসহ নেতারা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যদিকে, বনানী থানা তাঁতীদলের আহ্বায়ক মো. আব্দুল কাদের বাবুল এবং সদস্য সচিব হাবীবের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান।

এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ প্রতীকী ফুলের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং বিএনপির নেতৃত্বে “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে” ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular