ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীঅলৌকিক কবর! পানি বাড়লে কবর ভাসে, কমলে নেমে যায়

অলৌকিক কবর! পানি বাড়লে কবর ভাসে, কমলে নেমে যায়

নীলফামারী প্রতিনিধি : চারিদিকে অথৈ পানি, মাঝখানে কবর। ভরা বর্সাতেও ডুবেনা কবর। পানি বাড়া-কমা হলে সেভাবে থেকে যায় কবরটি। এ অলৌকিক কবরটি নিলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রাজিব সরকার বাড়ি এলাকায় অবস্থিত। কচুরিপানার মতো ভাসমান এই কবরটি অলৌকিকভাবে খালের পানিতে বছরের পর বছর অবস্থান করছে। স্থানীয়দের দাবি, বন্যা কিংবা খরস্রোত তো দূরের কথা, এমনকি বুলডোজার দিয়েও এটি সরানো সম্ভব হয়নি। একবার কবরটির কাছে গিয়ে বুলডোজারটি বন্ধ হয়ে যায় এবং বর্ষাকালে খালের পানি বাড়লেও কবরটি কখনও ডুবতে পারেনি।

এলাকার বাসিন্দাদের তথ্য অনুযায়ী, কবরটি একসময় এলাকার প্রভাবশালী এবং ধনাঢ্য ব্যক্তি দেবার উদ্দিন হাজীর। তিনি ৮২ একর জমি দান করে পায়ে হেঁটে সৌদি আরব হজ করতে যান এবং দেশে ফিরে নিজের জমিতে দাফন সম্পন্ন করেন। দেবার উদ্দিন হাজী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি। পরিবারের সদস্যরা জানান, তিনি এলাকার কল্যাণে অনেক অবদান রেখেছেন।

১৯৮৪ সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করার সময় কবরটি খালের মাঝে পড়ে যায়। স্থানীয়রা জানায়, সেই সময়ে কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। এরপর থেকে কবরটি খালের মাঝেই অবস্থান করে আসছে। খালের পানি বাড়লেও কবরটি ভেসে থাকে, যেন এক অলৌকিক ঘটনা।

এলাকার মানুষ বিশ্বাস করেন, কবরটি কোনওভাবে ক্ষতি করার চেষ্টা করলে তা বিপদ ডেকে আনবে। এমনকি কিছু জনশ্রুতি রয়েছে যে, কেউ যদি কবরটি খোঁড়ার চেষ্টা করে, তাহলে তিনি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাঁরা জানান, একসময় ওই কবরের ইট চুরি করেন দুজন ব্যক্তি তারা নাকি আর বাঁচেননি বলে জনশ্রুতি রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular