ডেস্ক নিউজ: এ প্রজন্মের সব্যসাচী লেখক কবি প্রত্যয় জসীম এর ৫৬তম জন্মদিন ১লা ডিসেম্বের। ১৯৬৯ সালে নোয়াখালী মাইজদীর লক্ষ্মীনারায়নপুর গ্রামে নানার বাড়ীতে তার জন্ম। মেধাবী এ লেখক পড়াশোনা করেছেন চট্টগ্রাম ও বিশ্ববিদ্যালয়ে।
মূলত তিনি কবি হলেও উপন্যাস, প্রবন্ধ, ছোটগল্প, নাটক ও গানসহ সাহিত্যের সব শাখায় রয়েছে তার বিচরণ র্শটফিল্ম, টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও গানের সুরকার।এ যাবৎ তার শতাধকি মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়ছে।দেশে বাংলা একাডেমি ও দেশের দেশের বাইরে কলকাতা থেকেও তার বই প্রকাশতি হয়ছে। সম্পাদনা করেছেন গুরুত্বর্পূণ কিছু গ্রন্থ। এর মাঝে “শামসুর রাহমান স্মারক গ্রন্থ”, “কবীর চৌধুরী বাংলার প্রমিথিউস”, মহাত্মাগান্ধী, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু, তাজউদ্দনি আহমদ, কালর্মাকস, লেলিন, মাওসেতুং এর জীবনী লিখেছেন এই ধীমান লেখক বঙ্গবন্ধু, মহান মুক্তযুদ্ধ ও বাঙালি সংস্কৃতি তার লাখোর মূল প্রেরণা।
তার স্ত্রী ছিলেন ড. স্বাতী জসীম (প্রয়াত), একমাত্র কন্যা প্রকৃতি জসীম ব্র্যাক বিশ্ববদ্যিালয়ে ইংরেজে সাহিত্যে অর্নাস এর শিক্ষার্থী। প্রত্যয় জসীম র্বতমানে “বাংলাদশে রাইর্টাস ফাউন্ডশেন” এর সভাপতি ও “মানুষের পাশে” সংগঠনের নির্বাহী পরিচালক এর দায়িত্ব পালন করছেন।
জন্মদিনে তিনি দেশবাসী ও পাঠক শুর্ভাথীদের কাছে দোয়া চেযেছেন।