বিশেষ প্রতিনিধি: চ্ট্রগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেডের অব্যবহৃত জমিতে বিনিয়োগ নিশ্চিতে পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। এ ইপিজেডে বর্তমানে ৮ শতাধিক একর জায়গায় ৪৮টি ভবনে ১৫টি কারখানা উৎপাদনে রয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে ইয়াং ওয়ানের আমন্ত্রণে তারা এ ইপিজেডের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন।এ ইপিজেডের একজন কর্মকর্তা বলেন, আমরা অপারেশনাল ইপিজেড। প্রাইভেট সেক্টরে একমাত্র ইপিজেড এটা। ১৫ জন ইনভেস্টর আছে এখানে৷ নতুন বিনিয়োগকারীদের আমাদের অবস্থা দেখাতে এনেছি। সুযোগ সুবিধা সব দেখার পরে তারা সিদ্ধান্ত নেবে।
এ ইপিজেডে এখন যত কারখানা আছে তার চেয়ে আরও বেশি করা যাবে। ঢাকায় সামিটে আসা কোরিয়ান বিনিয়োগকারীদের ইয়াং ওয়ানের তত্ত্বাবধানে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে আনা হয়েছে। আরও অনেক বিনিয়োগকারী আসবেন।প্রতিনিধি দলটির মীরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
ঢাকা নিউজ/এস