ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামআ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ নেতা-কর্মী গ্রেপ্তার

আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায়ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

গতকাল রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাবিবুর রহমান (২৯), মো.সোহেল (২৪), সমিরউদ্দিন (৩৪), মো.রাকিব (২৪), মো.রাজু (৩৫), মো.জাকির (২৮), মো.শিপন (২৫), মো.নুর হোসেনপ্রকাশনুরু (৪৫), মো.শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াছমিন (৪৬), মো.আবুল হাসেম (৫৪), মো. সাইফুল ইসলাম (২৬), সাইফুল ইসলাম (২৪), আবদুল আলমামুন (৩২), জাহাঙ্গীর আলম (৩৯), মো. আব্দুল মাসুদ (৪২), আলাউদ্দিন আলো (৩৫), মো.শাওন (২০), পতেঙ্গা মডেল থানার আসামি মো.মঞ্জুআলম (৪০), মো. আজাদ (৪৫), সানজিদুল ইসলাম চৌধুরী প্রকাশ রিজভী (১৯), মো.মাসুদ আলম (৩০), মো.জুবায়ের হোসেন সাগর (২০), মো.সাইফুল (২৮), প্রিয়ান্তশীল (২০), মোহাম্মদ নুর (৪৫), মো.রমজান আলী (৫৫) ও গোলাম সরোয়ার আলিফ (২১)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular