ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসএমন যদি হতো

এমন যদি হতো

মুঈন হুদা

এমন যদি হতো-
তুমি হতে স্বচ্ছ নীল আকাশে পূর্ণিমার চাঁদ
আমি তরুণ কবি;
সারাটা রাত পলকহীন তাকিয়ে দেখে তোমায়
দিনের বেলা আঁকলে ছবি
কেউ দিতোনা ধুয়ো ধ্বনি; বলতো সবে ধন্যি ছেলে
দারুণ আমার হবি।

কিংবা যদি এমন হতো-
তুমি হতে দূর পাহাড়ের স্বচ্ছ কোন ঝর্ণাধারা
আমি পাহাড় পাদমূলের জমিন;
হাসিখুশি কলকলিয়ে চলতে তুমি-
দুষ্টুমিতে কেবলই মোর ভিজতো শরীর
কেউ কি তবে বলতো কিছু দু’জন হলে লীন?

হয়না কেন এমন কিছু বলতে পারো তুমি
ভুল কি তবে জীবন সাধন-
এমনি করেই বাজবে শুধু অপ্রাপ্তিরই বীণ?

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular