ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়এমন শিক্ষা দরকার, শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করে: প্রধান উপদেষ্টা

এমন শিক্ষা দরকার, শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করে: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা হয়ে থাকে। তবুও আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে। এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা।আমাদের এমন শিক্ষা দরকার, যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করে।’ বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত,- যাতে এটি একটি প্রজন্মের উদ্যোক্তা তৈরি করে। আমাদের এমন শিক্ষা দরকার, যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করে। আমাদের তরুণদের অবশ্যই তাদের সৃজনশীল সম্ভাবনা পূরণ করতে হবে,’ বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশের এমন শিক্ষাব্যবস্থা তৈরি করা উচিত নয়,- যেখানে শুধু পরীক্ষার স্কোরের ওপর জোর দেওয়া হয়।’

এর আগে প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। পরে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশি সমাজে প্রজন্মগত ব্যবধান সংকুচিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশকে অবশ্যই নতুন প্রজন্মের ভাষা বুঝতে হবে,- তাদের আকাঙ্ক্ষা এবং তাদের চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular