ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুমিল্লাকুমিল্লায় বিবাগীয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় বিবাগীয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইউনিয়ন ব্যাপী কৃষকদের কুমিল্লা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে কৃষকদের পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার কৃষক ও নেতাকর্মীদের উপস্থিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু,ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি আসাদুল ইসলাম ডল,ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সভাপতি হাজী কামাল হোসেন,যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজীব,কুমিল্লা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন,জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি শামীম রানা,সদস্য সচিব জিল্লুর রহমান জিল্লু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জুরু সহ কেন্দ্রীয় কৃষক দল,বিভাগীয় কৃষক দল,জেলা কৃষক দল, উপজেলা কৃষক দল,পৌর কৃষক দল,বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঐতিহাসিক শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার কৃষক ও দলীয় নেতাকর্মীদের এই মিলন মেলায় মুল কারিগর হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক,কুমিল্লা বিভাগীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক,নবীনগর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী কেএম মামুনুর রশীদ।

তাকে ঘিরে এই মহা সমাবেশে বক্তব্য দেওয়ার সময় প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন তার মন্তব্য বলেন,আওয়ামী লীগ কৃষকদের সঙ্গে বেঈমানি করে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন,তাদের অর্থ লুট করে বিদেশে পাচার করেছেন। আমরা সকলের সহযোগিতায় আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য,কৃষকদের আধুনিক সভ্যতার সাথে যুক্ত করবো। তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। আপনারা আমাদের পাশে থাকুন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular