ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিকেয়া গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধ

কেয়া গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  গাজীপুর মহানগরীরের জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 
 
বৃহস্পতিবার  কারখানার প্রধান ফটকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেওয়া হয়েছে। 
 
এতে কারখানা বন্ধের কারণ হিসেবে বলা হয়েছে, বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামালের অপর্যাপ্ততা ও উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতায় কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ করা হবে। 
 
নোটিসে আরো বলা হয়েছে, কারখানাগুলোতে কর্মরত সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সব পাওনা কারখানা বন্ধের পর ৩০ কর্ম দিবসের মধ্যে ধাপে ধাপে পরিশোধ করা হবে। 
 
এর আগে রোববার থেকে জরুন এলাকায় কেয়া গ্রুপের শ্রমিকরা নভেম্বরের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। 
 
কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। 
 
সেদিন শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধের নোটিস জারির পর শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কোনাবাড়ি ফ্লাইওভারের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।  
 
শ্রমিকরা ২৯ ডিসেম্বর থেকে নভেম্বর মাসের বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আন্দোলন করেন। পরে যৌথ বাহিনীর সহয়তায় মালিক শ্রমিক পক্ষের আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেয় মালিকপক্ষ। 
 
দাবির পরিপ্রেক্ষিতে সাময়িক বন্ধ থাকার কারখানা ১ জানুয়ারি থেকে খুলে দিয়ে নতুন করে বন্ধের ওই নোটিস দেয় কর্তৃপক্ষ। 
 
কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, এর মধ্যে কয়েকটি ধাপে শ্রমিকদের সব পওনা শ্রমআইন অনুযায়ী পরিশোধ করা হবে।
 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular