ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জগণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: জুলাই এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে ঐতিহ্যবাহী সরকারি হাজী আসমত কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও মাকের্টিং বিভাগের সহকারি অধ্যাপক জনাব মোহাম্মদ আরবুজ্জামান আপন ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজেল অধ্যক্ষ মো:. মনিরুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসকল ছাত্র জনতা শহীদ ও আহত হয়েছে, তাদের অবদান অনস্বীকার্য। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে সরাসরি অংশগ্রহণ করেছিলাম। ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সন্তানরা আত্ম-ত্যাগ করেছে। তাদের এই আত্ম-ত্যাগের ফলে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। যারা আন্দোলন শহীদ হয়েছে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আরবুজ্জামান আপন বলেন, বিগত সরকারের নানান অনিয়ম, দূর্নীতির কারণে তাদের পতন অনিবার্য ছিল। স্বজনপ্রীতির মাধ্যমে কালো টাকার মালিকদের কোন ভাবেই এদেশের মানুষ মেনে নিতে পারে নাই। ফলে ছাত্র-জনতার আন্দোলনে তাদের নির্মম পরিণতি ঘটে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মো. হেলাল উদ্দিন, আইসিটি বিভাগের প্রভাষক জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম।

স্বরণসভায় শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মো. মহসিন আলী। স্মরণসভা শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব মাহতাব মিয়া ও বাংলা বিভাগের প্রভাষক জনাব লুবনা হক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular