ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরগণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা পেল আর্থিক সহায়তা

গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা পেল আর্থিক সহায়তা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ৪ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, ছাত্র সমন্বয়ক আরমান হোসাইন।

প্রশাসন সূত্র, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুর জেলায় ১৬ জন মারা গেছেন ও আহত হয়েছেন ২’শ ৫৮ জন।

শহীদদের পরিবার ও আহতদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এতে রোববার শহীদ পরিবারের একজনকে ১০ হাজার ও আহত ৯৭ জনকে ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আপনারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতি জাতি হিসেবে গড়ে ওঠে না। ইতিমধ্যে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular