ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের কম্বল বিতরণ

গৌরীপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের কম্বল বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ডিসেম্বরের শেষ ও জানুয়ারিতে প্রচন্ড শীতে কষ্ট করা দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সংগঠন ও সংস্থা শীতের কম্বল উপহার দিয়ে যাচ্ছে। এতে শীতে কষ্ট করা দুঃস্থ ও অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রামগোপালপুর ইউনিয়নের দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

মানব সম্পদ উন্নয়ন সোসাইটি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার মহিশ্বরণ বাজারে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব সম্পদ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুসের উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল বারী ও রামগোপালপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফয়সাল হোসেন।

পৌষের কনকনে হাওয়ার গভীর রাতে ঘুরে ঘুরে গৌরীপুর পৌর শহরের হরিজনপল্লী, এতিমখানা, মাদরাসা ও গৌরীপুর জংশন এলাকায় ভাসমান এতিম, দরিদ্র শিক্ষার্থী, ছিন্নমূল নারী, পুরুষ, শিশু ও অটোরিকশা চালক সহ সুবিধাবঞ্চিত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। কনকনে শীতের মধ্যে হঠাৎ গায়ে কম্বল দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল উপহার দেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। অপ্রত্যাশিত ভাবে নতুন কম্বল উপহার পেয়ে দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠে। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সহ¯্রাধিক কম্বল উপহার দেন।

আইএফআইসি ব্যাংক, গৌরৗপুর উপশাখার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার আইএফআইসি ব্যাংকের কার্য্যালয় থেকে দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের নতুন কম্বল উপহার দেয়া হয়। আইএফআইসি ব্যাংক গৌরীপুর উপশাখার ইনচার্জ মেহেদি হাসান মুরাদ ও ট্রানজেকশন সার্ভিস অফিসার মোঃ সোহানুর রহমান অতিথি থেকে দুস্থদের মাঝে উপহারের নতুন কম্বল তুলে দেন।

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে সতিষা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পুলিশ কর্মকর্তা মাহামুদুল হাসার সিদ্দিকী উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

স্বজন সমাবেশ সংবাদপত্রসেবী ও নৈশ প্রহরীদের মাঝে কম্বল বিতরণ করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular