ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জামালপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জে বিএনপির কর্মসূচিতে হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩ নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারী) সকালে মাদারগঞ্জ থানা পুলিশ উপজেলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন।

তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় তাকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চোরাচালন মামলায় এজহার ও চার্জশিটভুক্ত আসামি। এছাড়া নাশকতার অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ২ বছর পর গত ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী
হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গুনারীতলা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর রাতে সরকারি চাল পাচারের সময় গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মোড় থেকে ১১০ বস্তা চালসহ একটি ট্রাক আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ১১০ বস্তা চালসহ ট্রাক্টটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর গুনারীতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বাদী হয়ে চাল ব্যবসায়ী দেলোয়ারকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায়ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুকে দুই নম্বর আসামী করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular