ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীনীলফামারীতে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নীলফামারীতে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নীলফামারী প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে নীলফামারীতে ৩ লাখ ৭হাজার ২৬২টি শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৪০৯টি এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৫হাজার ৮৫৩টি শিশু রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা ইপিআই মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে ওরিন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, কোন শিশু যাতে ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেজন্য প্রচার প্রচারণার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। এছাড়াও মাইকিং করা হচ্ছে। যদি কোন শিশু বাদ পরে যায় তাহলে সে হাসপাতালে এসেও শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পারবে।
সভায় আরো জানানো হয়, ১৫ মার্চ জেলার ১হাজার ৫৯০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ৩হাজার ১৮০জন স্বেচ্ছাসেবক ও ১৯১জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এদিন ৬মাস থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৪০৯জন শিশুকে নীল এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৫হাজার ৮৫৩জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম সহ বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular