ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবরিশালে বায়োজিন বিশ্বমানের স্কিন কেয়ার সেবা নিয়ে আসছে বৃহস্পতিবার

বরিশালে বায়োজিন বিশ্বমানের স্কিন কেয়ার সেবা নিয়ে আসছে বৃহস্পতিবার

নিউজ ডেস্ক : বায়োজিন কসমেসিউটিক্যালস দেশজুড়ে বিশ্বমানের স্কিনকেয়ার সেবা ও অথেনটিক ডার্মো কসমেটিকসের সুবিধা প্রদান ও প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার বরিশাল শহরে তাদের নতুন শাখা উদ্বোধন করতে যাচ্ছে।

আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বরিশাল শহরের বিবির পুকুরপাড়স্থ এল.এল. টাওয়ারে (১১৯ সদর রোড, লেভেল ৪) নতুন এ শাখার উদ্বোধন উপলক্ষ্যে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও বায়োজিনের ১৭তম শাখার উদ্বোধন উপলক্ষ্যে তারা সীমিত সময়ের জন্য সকল ট্রিটমেন্টে ফ্ল্যাট ৫০% ছাড়, অথেনটিক ডার্মো কসমেটিকসে ফ্ল্যাট ৩০% ছাড় এবং সম্পূর্ণ ফ্রি ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিংও দিবে।

বায়োজিন জানায়, বরিশালবাসিকে সেবা দেওয়ার লক্ষ্যে সকল বয়সের ত্বকের যত্নের চিকিৎসাসহ বিশ্বমানের নানা ব্রান্ডের প্রোডাক্টসের বিশাল সংগ্রহ নিয়ে আসছে তারা।

তারা জানায়, বিশ্বমানের প্রোডাক্টসের মধ্যে উল্লেখযোগ্য অথেনটিক ডার্মো কসমেটিকস, নিরাপদ ও কার্যকরী বিউটি সাপ্লিমেন্টস, স্মার্ট লাইফ স্টাইল প্রোডাক্টস এবং শিশুদের ত্বকের যত্নে ইউরোপিয়ান ব্র্যান্ড ‘বেবেল’-এর বেবি কেয়ার প্রোডাক্ট থাকবে। এছাড়াও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ত্বকের ধরন অনুযায়ী সঠিক ট্রিটমেন্ট ও ডার্মো কসমেটিকস বাছাইয়ের সুযোগ তো থাকছেই।

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার আধুনিক সমাধান দিতে, বিশ্বমানের স্কিনকেয়ার ট্রিটমেন্ট ও অথেনটিক ডার্মো কসমেটিকসের সমন্বয়ে বায়োজিন বরাবরের মতোই গ্রাহকদের দিচ্ছে সবচেয়ে কার্যকর ও নিরাপদ সেবা।

দেশজুড়ে স্কিন ও হেয়ার কেয়ার সেবায় নির্ভরতার প্রতীক হিসেবে বায়োজিন কসমেসিউটিক্যালস দীর্ঘদিন ধরে মানুষের আস্থা অর্জন করেছে। এই পথচলায় নতুন এক মাইলফলক যুক্ত করতে বরিশালে যাত্রা শুরু করতে যাচ্ছে বায়োজিনের ১৭তম শাখা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular