ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কানাডার সামিত সোম

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কানাডার সামিত সোম

নিউজ ডেস্ক; বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে জাতীয় দলে যুক্ত করতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের অন্যতম হলেন কানাডা-ভিত্তিক ফুটবলার সামিত সোম। ইতোমধ্যে বাফুফে তার সঙ্গে যোগাযোগ করেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দুই সপ্তাহ সময় চেয়েছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা সামিত সোমের সঙ্গে যোগাযোগ করেছি এবং বাংলাদেশ দলে খেলার বিষয়ে তার আগ্রহ জানতে চেয়েছি। তিনি কোচ ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং দুই সপ্তাহের মধ্যে আমাদের জানাবেন।’

সামিত সোম কানাডার যুব দল ও জাতীয় দলে খেলেছেন। এর আগে বাংলাদেশ দলে খেলার বিষয়ে আগ্রহ দেখাননি তিনি। তবে হামজা চৌধুরীর বাংলাদেশে আসার পর তার মত পরিবর্তন হতে পারে বলে মনে করছে বাফুফে। সেই কারণেই আবারও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অন্য দেশের সিনিয়র দলে খেলা ফুটবলারদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া দীর্ঘ সময়সাপেক্ষ হওয়ায় বাফুফে এখন তরুণ প্রতিভা খুঁজে বের করায় বেশি মনোযোগ দিচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে, ভালো মানের লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের শনাক্ত করা।

এ প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, ‘আমরা স্থানীয় ও বিদেশি উভয় ক্ষেত্রেই প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করার চেষ্টা করছি। দেশীয় প্রতিভা খোঁজার কাজ সারা বছরই চলে, তবে এবার প্রথমবারের মতো আমরা প্রবাসী ফুটবলারদের দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও জানান, ‘জুনের শেষের দিকে ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে আসা প্রায় ৩০ জন খেলোয়াড়ের জন্য চার থেকে পাঁচ দিনের ট্রায়াল আয়োজন করবে বাফুফে। এই খেলোয়াড়দের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। তারা তাদের নিজ নিজ দেশের দ্বিতীয় থেকে চতুর্থ স্তরের লিগে খেলেন। আমরা তাদের পারফরম্যান্স পর্যালোচনা করব এবং টেকনিক্যাল কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদের বেশিরভাগ ইউরোপ থেকে এলেও, উত্তর আমেরিকা থেকেও কয়েকজন খেলোয়াড় থাকবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular