ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ কারিগরি কলেজ (বি.এম.টি) শিক্ষক সমিতির এক সাধারণ সভা রবিবার পঞ্চগড় শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভা শেষে আতিকুর রহমানকে সভাপতি, আবু সুফিয়ানকে সাধারণ সম্পাদক, একরামুল হককে সাংগঠনিক সম্পাদক ও আহসান হাবিবকে দপ্তর সম্পাদক করে বাংলাদেশ কারিগরি কলেজ (বি.এম.টি) শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা কমিটির ঘোষণা করা হয়। সভায় কেন্দ্রীয় কমিটির নেতারা ও জেলার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষক কর্মচারীদের এমপিও জটিলতা দূরীকরণ, মানসম্মত শিক্ষার জন্য প্রত্যেকটি কলেজে ল্যাব স্থাপন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থাগ্রহণ, কারিগরি বোর্ড ও ডিজির মধ্যকার জটিলতা দূরীকরণ, ইএফটিত বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবিসহ বিভিন্ন দাবি জানানো হয়। এসব দাবি পূরণ করা না হলে দিলদার রহমান দিলুর নেতৃত্বে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এসব দাবি আদায় করা হবে বলেন বক্তারা।

বাংলাদেশ কারিগরি (বিএমটি) কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও পঞ্চগড় বিসিকনগর টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. দেলদার রহমান দিলদার দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কিশোরীগঞ্জ বিএম ইনস্টিটিউটের অধক্ষ মোতাহার হোসেন, দাউদপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ এনামুল হক, বিরামপুর টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. সেলিমউদ্দিন, চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রধান, ঘোড়াঘাট টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান,চকবরখোদা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, তারাগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, ইদিলপুর টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খাজা মন্ডল, চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের সহকারী অধ্যাপক লিয়াকত আলী বক্তব্য দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular