ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবাউন্ডারির মাপে সন্তুষ্ট তামিম খেলবেন লিজেন্ডস লিগে

বাউন্ডারির মাপে সন্তুষ্ট তামিম খেলবেন লিজেন্ডস লিগে

নিউজ ডেস্ক: জাতীয় দলের পাট পাকাপাকি ভাবে চুকেছে তামিম ইকবালের। ফেসবুক পোস্টের মাধ্যমে মাঠের বাইরে থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটার। তবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ নেই। জাতীয় দল ছেড়ে এবার সাবেক ক্রিকেটারদের লিজেন্ডস লিগে খেলবেন তামিম।

এবারের আসরে তামিমের দ্বিতীয় ফিফটি সহজ করেছে ফরচুন বরিশালের জয়। ঢাকা ক্যাপিটালসের ১৩৯ রান টপকে আজ ১৬ ওভারেই ৮ উইকেটে ম্যাচ জিতেছে বরিশাল। ম্যাচ সেরা হলেও পুরস্কারটা অবশ্য তামিম নিতে আসেননি, পাঠিয়েছিলেন নাজমুল হোসেন শান্তকে। পুরস্কার বিতরণী মঞ্চে বোর্ড সভাপতি ফারুক আহমেদ দেরীতে আসাতেই কী বিরক্ত হয়ে চলে গিয়েছিলেন তামিম?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে অবশ্য কিছু বলেননি তামিম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েও কোন কথা বলতে চাননি। চূড়ান্ত অবসরের পর আজই প্রথম সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন এই ওপেনার।

অবসরের প্রশ্নে তামিম বলেছেন, “এ নিয়ে কথা বলার জায়গা এটা নয়।” একই উত্তর দিযেছেন বিসিবিতে আসার প্রশ্নেও।

তবে ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যত পরিকল্পনা স্পষ্ট করলেন তামিম, “আমি চেষ্টা করব যত দিন খেলা যায়। এখন তো অবসর, লিজেন্ড লিগের জন্যও কোয়ালিফাই করব। ওই সব খেলব, যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মতো ওটা খেলব। ইনশা আল্লাহ যদি ফিট থাকি, যত দূর পারি খেলতে থাকব আমার ফোকাসটা খেলা নিয়েই। এখানে কয়েকটি টুর্নামেন্ট আছে, কাজেই এটা নিয়েই…।”

শুধু ক্রিকেটই নয়। তামিম ধারাভাষ্যকার হিসেবেও বেশ ভালো করেছেন। ভারত সিরিজে তার ধারাবিবরনীর প্রশংসাও হয়েছে। তাই ক্রিকেটারের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে ধারাভাষ্যকার তামিমকে দেখা যাবে।

ছোট বাউন্ডারি নিয়ে সিলেট পর্বের শুরুতেই আপত্তি জানিয়েছিলেন তামিম। চট্টগ্রামে স্বাভাবিক বাউন্ডারি দেখে বললেন,‘‘‘উইকেট এই টুর্নামেন্টে ভালো। যদি মিরপুরের কথা চিন্তা করেন, সিলেটেও অসাধারণ ছিল, চট্টগ্রামেও ঠিক আছে। ভালো লাগছে বাউন্ডারি বেড়েছে আগের চেয়ে। আজকে দেখছেন অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে। আমার মনে হয় এটাই সঠিক সাইজ। এই বাউন্ডারিতেই খেলা উচিত, ৫২-৫৩ মিটারে নয়।’’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular