ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতভেজাল শিশু খাদ্য ধ্বংস, ৯০ হাজার টাকা জরিমানা

ভেজাল শিশু খাদ্য ধ্বংস, ৯০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গাজেলা, প্রতিনিধি: মানহীন ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ এবং অনুমোদিত পানীয় ও শিশু খাদ্য ক্রয়-বিক্রয় করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান, শিশু খাদ্য, বেকারি প্রতিষ্ঠান তদারকি করার সময় এ জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, কোমল পানীয় এ উৎপাদন সংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায়, ক্রয় সংক্রান্ত কোনো কাগজ পত্র না থাকার এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার কারণে আবুল কালামের প্রতিষ্ঠান মেসার্স কালাম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ ও ৪৫ অনুসারে ৭০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ ও নিম্নমানের ফ্লেভার ব্যবহার করা কারণে ৪৩ ধারা অনুসারে হাফিজুর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স গাউছিয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ১৫০ বস্তা কোমল পানীয় ধ্বংস (পোড়ানো) করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular