ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহমদে প্রাণ গেল তিন বন্ধুর

মদে প্রাণ গেল তিন বন্ধুর

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:  অতিরিক্ত মদ্যপানে প্রাণ গেল ৩ বুদ্ধর। বৃহস্পতিবার গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভোররাতে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মাসুদ নামের আরেক যুবক।

মারা যাওয়া ৩ জন হলেন চরআলগী ইউনিয়নের মুদিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪২) ও ব্রাহ্মনবাড়িয়ার নিজাম উদ্দিন (৩৮)।

জানা যায়, বুধবার রাতে ঢাকার ইব্রাহীমপুরের বাসিন্দা মাসুদ ও তার বন্ধু ব্রাহ্মনবাড়িয়ার নিজাম দেশীয় মদসহ গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের মুদিপাড়া গ্রামে খালার বাড়িতে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুদিপাড়া গ্রামে বুধবার রাতে খালাতো ভাই জলিলের ঘরে বসে ৪ জন মদপান করে। রাতে চারজনই অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই জলিল, মাসুদ ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর সুমনকে বৃহস্পতিবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন খালার বাড়িতে বেড়াতে আসা ঢাকার ইব্রাহীমপুরের বাসিন্দা মাসুদ মিয়া। মাসুদ এখনও শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালালউদ্দিন বলেন,অসুস্থ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।একই উপসর্গ নিয়ে আসা ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন,’অ্যালকোহল বা মদ জাতীয় কিছু পান করে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে ভর্তি মাসুদ পুলিশের নজরে রয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular