ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষময়মনসিংহ বিসিকের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

ময়মনসিংহ বিসিকের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিক শিল্পনগরীর একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে এবং দুপুর ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির সঠিক নিরূপণ এখনো হয়নি। অগ্নিকাণ্ডের ফলে মাসকান্দা বিসিক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।

এলাকাবাসী জানান, ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ নামের একটি কীটনাশক কোম্পানির গুদামে আগুন লাগে। সেখানে কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হতো।

কোম্পানিটির আঞ্চলিক ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, কারখানাটির ভেতরে তাদের কোনো লোক ছিলেন না। সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন কারখানাটি খুলে কাঁচামাল অন্য কারখানায় নেওয়া হতো। কীভাবে সেখানে আগুন লাগল, তা বলা যাচ্ছে না।

এ ব্যাপারে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। আগুন তাদের নিয়ন্ত্রণে আছে, আর ছড়ানোর আশঙ্কা নেই। তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, তা তদন্তের পর বলা যাবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনা, র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সহযোগিতা করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular