ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরায়পুর উপজেলার ইউপি প্যানেল চেয়ারম্যানের মরদেহ ময়মনসিংহে উদ্ধার

রায়পুর উপজেলার ইউপি প্যানেল চেয়ারম্যানের মরদেহ ময়মনসিংহে উদ্ধার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) আরিফুর রহমান (৪৫) নামের এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের পিঠাসুতা চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরিফুর রহমান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং আসবাবপত্র ব্যবসায়ী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

রায়পুরের কেরোয়া গ্রামের বাসিন্দা আমানত উল্লাহ জানান, আরিফ স্থানীয় আওয়ামী লীগের সদস্য এবং রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৪ আগস্ট থেকে ছাত্র-জনতার আন্দোলনের পর পরিবার নিয়ে ঢাকার মিরপুরে বসবাস করতেন। কেউ তাকে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে বাসার বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতানের সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে আরিফের মরদেহ ফেলে গেছে হত্যাকারীরা। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular