ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাশিক্ষাকে বাদ দিয়ে কোন কিছু সম্ভব নয় : ড. মামুন আহমেদ

শিক্ষাকে বাদ দিয়ে কোন কিছু সম্ভব নয় : ড. মামুন আহমেদ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান হতে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক কর্মচারীগণের বিদায় সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. মামুন আহমেদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, ঢাকা বিশ্বিবদ্যালয় ডিপার্টমেন্ট অব অ্যাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম প্রফেসর মো. নাজিম উদ্দিন ভূঁইয়া, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিনিয়র সভাপতি মো. মোখলেছুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন রামগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মো. তসলিম মিয়া।

অনুষ্ঠানে সঞ্চলনা করেন রামগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গোফরান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শেখ।

সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ ও স্কুল প্রতিষ্ঠা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

শেষে মরহুম শিক্ষক-কর্মচারীদের আত্মার শান্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের দীর্ঘায়ু এবং সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রাক্তন শিক্ষক, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতাকর্মীরা, রামগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা আরও অনেক গণ্য মান্য ব্যাক্তি গণ।

প্রধান অতিথি প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, শিক্ষার মাধ্যমেই একটি দেশ ও জাতি উন্নতির চরম শিখড়ে উত্তীর্ণ হতে পারে। শিক্ষাকে বাদ দিয়ে কোন কিছু সম্ভব নয়। তাছাড়া শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই আলোকিত দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

বিশেষ অতিথি প্রফেসর মো. নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা এ মহান শিক্ষকদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular