ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদসন্দ্বীপ ইউনিক সোসাইটির সভাপতি কাজী রহমত ও সাধারণ সম্পাদক কাজী জিহাদ নির্বাচিত

সন্দ্বীপ ইউনিক সোসাইটির সভাপতি কাজী রহমত ও সাধারণ সম্পাদক কাজী জিহাদ নির্বাচিত

ইকবাল ইবনে মালেক, চট্টগ্রাম প্রতিনিধি : ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম ইভিএস এ সন্দ্বীপ ইউনিক সোসাইটি’র ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে কাজী মোঃ রহমতুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে কাজী সাজেদুল কবির জিহাদ নির্বাচিত হন।

সংগঠনের সদস্যদের ইভিএস পদ্ধতিতে সোসাইটির দেশ বিদেশে অবস্থানরত সদস্যরা অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করেন।

এতে সদস্যদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছাড়াও আরো ৯ জন কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়। তারা হলেন শরীফ হাসান, কাজী মোকাররম হোসেন রিফাত, কাজী তালিমুল হক, কাজী মোস্তফা হাসান তুষার, কাজী আরিফুর রহমান, মাওলানা মোঃজাহাঙ্গীর আলম সাইদুল আমিন, মোঃ শরীফ হোসাইন, আব্দুর রহমান ও আবু জাহেদ শান্ত।

নির্বাচন বিষয়ে অভিমত প্রদানের সময় ইউনিক সোসাইটির এমন ইউনিক নির্বাচন পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করে কাজী রহমত বলেন, দেশ-বিদেশে ইউনিক সোসাইটির সদস্যদের ভোটে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এমন একটা সৃজনশীল নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউনিক সোসাইটি আগামী দিনেও একটা আধুনিক সমাজ বিনির্মাণে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।

নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সোসাইটির স্থায়ী পরিষদের সদস্য সৌদি প্রবাসী কাজী শিহাব উদ্দিন বলেন, ‘সংগঠনের নাম যেমন ইউনিক কার্যক্রম তেমন ইউনিক মনে হচ্ছে, নির্বাচন কমিশনের অনলাইনে ভোট গ্রহনের প্রক্রিয়াটি এক কথায় অসাধারণ, নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ নতুন কমিটির জন্য শুভেচ্ছা।’

নির্বাচনের সুষ্ঠ ও নিরপেক্ষতা এবং সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনার কাজী মাহমুদ বলেন,সোসাইটির এমন নির্বাচন পদ্ধতি আলোচনা তৈরি করেছে সামাজিক অঙ্গনে।

উল্লেখ্য ২০০৮ সালে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে এই সংগঠনের যাত্রা শুরু করে। সূচনালগ্ন থেকে সন্দ্বীপ ইউনিক সোসাইটি দীর্ঘ সময় ধরে সমাজের আত্ম-সামাজিক মান উন্নয়ণ ও হত দরিদ্রদের মাঝে অর্থ প্রদানসহ সন্দ্বীপে শিক্ষার মান উন্নয়ণে নিরলসভাবে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular