নিউজ ডেস্ক: নাট্যাচার্য সেলিম আল দীনের স্মরণে অনুষ্ঠিত মেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘শেষের কবিতা’ অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’ মঞ্চস্থ হয়েছে।
বৃহস্পতিবার ৫দিন ব্যাপি এ মেলার শেষ দিনে ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ নাটক অনুষ্ঠিত হয়েছে।
প্রযোজনায় ফুটে ওঠে রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’য় অমিত-লাবণ্য যুগলের প্রেমের আখ্যান। শতবছর আগে রচিত এই উপন্যাসের বিষয়বস্তু ও চরিত্রের মানসিক দ্বন্দ্ব যেন আজও প্রাসঙ্গিক। অমিত ও লাবণ্যের রূপকাশ্রয়ী ও উপমানির্ভর সংলাপে নাটকটি সাধারণ জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
মনোমুগ্ধকর এই পরিবেশনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজীব সরোয়ার, পিকাসো খুদা, আসিফ ইবনে ইউসুফ ও মোঃ আবু বক্কর সিদ্দিক। অভিনয়ে ছিলেন ইয়াকিন হায়দার, অর্পিতা ভট্টাচার্য্য, নিবেদিতা হালদার পিংকি, অনন্যা ভৌমিক, রাজমণি সেন, শায়লা আক্তার নিপা ও সাগর দেব নাথ। সার্বিক সহযোগিতায় ছিলেন হিমাদ্রি শেখর রায়, মোঃ শাকিল শাহরিয়ার, পার্থ সেন ও রানা দাশ। নাটকটি প্রযোজনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত নাট্য-ন্যায্য (একটি পারফর্মিং আর্ট গ্রুপ) ও নাট্যরূপ দিয়েছেন সুমেধ বড়ুয়া।