ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeপ্রবাস জীবনসৌদি আরবে জমকালো আয়োজনে বাংলাদেশ উৎসব

সৌদি আরবে জমকালো আয়োজনে বাংলাদেশ উৎসব

নিউজ ডেস্ক:   জমকালো আয়োজনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কালচারাল উৎসব। ‘বৈশ্বিক সম্প্রীতি’ স্লোগান নিয়ে ‘রিয়াদ সিজন’-এর অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার রাতে আল সুওয়াইদি পার্কে এ আয়োজন করা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ‘রিয়াদ সিজন’ মূলত সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত একটি বিনোদন, সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানের সিরিজ।

সৌদির মিডিয়া মন্ত্রণালয় এবং জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি আয়োজিত এই অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সব বয়সের মানুষকে আকৃষ্ট করে।

‘বাংলাদেশ কালচার’ শিরোনামে আয়োজিত উৎসবে দর্শনার্থীদের জন্য বিখ্যাত বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। ঐতিহ্যবাহী বাঙালি পোশাক এবং সামগ্রী কেনার ভিড় লেগে যায়। মঞ্চে পরিবেশনা করা হয় লোককাহিনী। রাতভর চলে কনসার্ট।

সৌদির সংবাদমাধ্যম বলছে, এই কার্যক্রম বাংলাদেশের স্পন্দনশীল ঐতিহ্যের ঘনিষ্ঠ প্রতিচ্ছবি প্রকাশ এবং রিয়াদ সিজন যে সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরতে চায়, তার প্রতিফলন। ‘রিয়াদ সিজন’ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সুদান, জর্ডান, লেবানন, সিরিয়া, বাংলাদেশ এবং মিশরসহ বিভিন্ন সংস্কৃতিকে উদযাপন ও তুলে ধরে।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখের মতে, রিয়াদ সিজন ইতিমধ্যে বিশ্বজুড়ে ৬ মিলিয়নেরও বেশি দর্শককে আকর্ষণ করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular