ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুরহাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি:  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।

সোমবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগানে দেয় শিক্ষার্থীর।

পরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৯ দফা দাবী গুলো তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোফাজ্জল হোসেন তপু বলেন এক মাসের মধ্যে ছাত্র সংসদের নীতিমালা প্রণয়ন করে কর্মসূচি ঘোষণা করতে হবে। ক্রেডিট ফি ৭৫ থেকে ৮০ টাকা করে নোটিশ জারি করতে হবে। সেশনজট নিরশনে একাডেমিক রোড ম্যাপ দিতে হবে এবং বাস্তবায়নের জন্য। কঠোর পদক্ষেপ নিতে হবে। লাইব্রেরির মুজিব কর্নার কে জব কর্নার করে চাকরির বিভিন্ন বই দিতে হবে।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে দিনাজপুরের গোপালগঞ্জে বাস স্টপেজ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের উপর হামলাকারীদের সাত দিনের মধ্যে বিচার করতে হবে। এক মাসের মধ্যে টিএসসি থেকে ব্যাংক অপসারণ করতে হবে। সম্প্রতি সময়ে দেওয়া অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। শিক্ষক ও ক্লাসরুম সংকট দূরীকরণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমাদের যে নয়টি দাবী করা হয়েছে এগুলো অত্যন্ত যৌক্তিক দাবী। বর্তমান প্রশাসন এই দাবীগুলো অনেক সময় পাস কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে যার ফলে আমরা বাধ্য হয়েছি সাধারণ ছাত্রদেরকে একত্রিত করে আজকে এই কর্মসূচি দিতে। আমাদের এই কর্মসূচি চলাকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলের নাম চাওয়া হয়েছে। আমরা সেখানে অবশ্যই প্রতিনিধি পাঠাবো কারণ প্রতিষ্ঠান যেহেতু আমাদের আমাদের এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে আমাদের কর্মসূচি স্থগিত করা হবে।

হাবিপ্রবি রেজিস্টার অধ্যাপক এ্ম জাহাঙ্গীর কবির বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে প্রশাসনের একটি গঠনমূলক আলোচনা হয়েছে। ছাত্ররা যে নয় দাবী তুলে ধরেছে। এর সিংহভাগ দাবী ছিল যৌক্তিক। বেশ কিছু দাবী সাথে সাথেই পূরণ করা সম্ভব। যা আমরা সাথে সাথেই পূরণের আশ্বস্ত করেছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। আর কিছু দাবী ছিল আর্থিক বিষয় এগুলো মঞ্জুরী বোর্ডকে জানানো হবে। দ্রুত সময়ের মধ্যেই মঞ্জুরি বোর্ড ব্যবস্থা নিলেই দাবী গুলো পূরণ হয়ে যাবে। আর কিছু দাবীর বিষয়ে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্ত চলছে। প্রতিবেদন পেলেই দাবি গুলো সমাধান হয়ে যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular