ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা১৬দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

১৬দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

ঝিকরগাছা সংবাদদাতা:  যশোরের লাউজানীতে ১৬দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঝিকরগাছা একাদশকে ৭ উইকেটে হারিয়ে মল্লিকপুর প্রবাসী রিপন দাদা ক্রিকেট একাদশ স্বপ্নের ফাইনালে উঠেছে।

সোমবার বিকালের দ্বিতীয় সেমি ফাইনাল খেলাটি শুরু হয়। নির্ধারিত ১২ ওভারের খেলায় প্রথমে ব্যাড করতে নেমে ১১ ওভার ৪বলে সবকটি উইকেট হারিয়ে ঝিকরগাছা একাদশ ৯১রান সংগ্রহ করে। জবাবে ৯২ রানের টার্গেটে মল্লিকপুর প্রবাসী রিপন দাদা একাদশ মাত্র ৯ওভারে ৪উইকেট হারিয়ে লক্ষে পৌছে যায়। ৩উইকেট ও ১৩রান করে খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় মল্লিকপুর প্রবাসী রিপন দাদা একাদশের লাকা হোসেন রুবেল।

খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন, ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপি নেতা হৃদয় হোসেন রুবেল ও টুর্ণামেন্টের পরিচালক আল আমীন হোসেন। খেলায় আম্প্যায়ারের দায়িত্বে ছিলেন, ফিরোজ হাসান জজ ও আসাদুজ্জামান। ধারাভাষ্যে ছিলেন, আবু রায়হান রাজ ও মইনুদ্দিন বাবু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular