নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (জজ মিয়া) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর টিয়ারা স্কুল মাঠ প্রাঙ্গণে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নবীনগর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালনের পর একই স্থানে জানাজা শেষে টিয়ারা ধলাই কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ বাচ্চু মিয়া।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিটঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কেনাল হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ বাছির মিয়া, হারুন অর রশিদ, আমির ফয়সাল মাস্টার, আব্দুল হাই মাস্টার, সাইদুল ইসলাম সাদু। মুঠোফোনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বড় ছেলে হাজ্বী তাজুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (জজ মিয়া) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর টিয়ারা স্কুল মাঠ প্রাঙ্গণে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নবীনগর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালনের পর একই স্থানে জানাজা শেষে টিয়ারা ধলাই কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ বাচ্চু মিয়া।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিটঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কেনাল হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ বাছির মিয়া, হারুন অর রশিদ, আমির ফয়সাল মাস্টার, আব্দুল হাই মাস্টার, সাইদুল ইসলাম সাদু। মুঠোফোনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বড় ছেলে হাজ্বী তাজুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।