নিউজ ডেস্ক: বুধবার রাতে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া। একই সঙ্গে বড় ধাক্কা খেয়েছে ক্রিকেট বিশ্বও। ক্রিকেটের লর্ড শচীন টেন্ডুলকার থেকে শুরু করে টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর, অনেক কিংবদন্তি খেলোয়াড় রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতীয় ক্রিকেটের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রতন টাটা। অনেক কিংবদন্তি খেলোয়াড় তার দলের হয়ে ক্রিকেট খেলেছেন, যারা পরবর্তীতে দীর্ঘদিন দেশের হয়ে খেলেছেন।
রতন টাটার সময়ে টাটা গ্রুপের অনেক কোম্পানি অনেক ভারতীয় ক্রিকেটারকে সমর্থন করেছিল। এর মধ্যে এমন অনেক ক্রিকেটার অন্তর্ভুক্ত ছিল, যারা দেশকে বিশ্বকাপ জিতেছে। টাটা গ্রুপের অনেক কোম্পানি ক্রিকেটারদের আর্থিকভাবে সহায়তা করার জন্য চাকরি দিয়েছে। এ কারণে অনেক ক্রিকেটার ছিলেন যারা ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়ে দেশের হয়ে খেলতে যেতে পারতেন।
টাটা গ্রুপ ভারতের কিংবদন্তি খেলোয়াড় এবং 1983 সালের বিশ্বজয়ী দলের একটি অংশ মহিন্দর অমরনাথকে ব্যাপকভাবে সমর্থন করেছিল। মহিন্দর অমরনাথকে টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া ব্যাপকভাবে সমর্থন করেছিল। এয়ার ইন্ডিয়া থেকে বেতন পেতেন মেহিন্দর। এছাড়া টাটা মোটরসের হয়ে ক্রিকেট খেলতেন ফারুক ইঞ্জিনিয়ার।
টাটা গ্রুপ সঞ্জয় মাঞ্জরেকার, রবিন উথাপ্পা, জাগাল শ্রীনাথ, যুবরাজ সিং, হরভজন সিং এবং মোহাম্মদ কাইফের মতো তারকা খেলোয়াড়দেরও সমর্থন করেছিল। এই সমস্ত খেলোয়াড় টাটা ইকোসিস্টেমের অংশ ছিল। টাটা স্টিল টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান নির্বাচক অজিত আগরকারকেও অনেক সাহায্য করেছিল। আগারকার 2007 টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। টাটা গ্রুপও শার্দুল ঠাকুরকে সমর্থন করেছে, যিনি বর্তমানে খেলছেন, অনেকটাই। টাটা পাওয়ার শার্দুলকে অনেক সাপোর্ট করেছে।
সূত্র এসডি/আনন্দ