গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে আহত সাআদাত হোসেন জয় (১৯) নামে অপর এক বন্ধুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়। নিহত জয় গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের আওলাদ হোসেন শেখের ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। আর নিহত জয়ের বন্ধু ছুরিকাঘাতকারী সাব্বির মিয়া (২৫) পাশ্ববর্তী লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
শনিবার (১১ জানুয়ারী) রাতে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার সন্ধায় পাগলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি, বুধবার রাতে সাব্বির মশাখালী বাজার এলাকায় একটি মাদ্রাসার পিছনে জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে বন্ধু জয়কে সাব্বির ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জয়ের স্বজনরা এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। শুক্রবার রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জয় মারা যায়। নিহতের বাবা আওলাদ হোসেন শেখ বলেন,আমার ছেলেকে পূর্ব বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে। হাসপাতালে সে আমাদেরকে ঘটনার বর্ণনা দিয়ে গেছে। এ ঘটনায় বৃহষ্পতিবার প্রথমে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে শুক্রবার পাগলা থানায় অভিযোগ দায়ের করা হয়।’ পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ’আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’