ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদেশের অর্থনীতিতে নতুন টাকা ছাপানোয় মূল্যস্ফীতি বাড়বে: ফখরুল

দেশের অর্থনীতিতে নতুন টাকা ছাপানোয় মূল্যস্ফীতি বাড়বে: ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন টাকা ছাপানোয় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে।

রাজধানীর গুলশানে শনিবার (১৮ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘চলমান অর্থনীতির সংকট চলাকালে ১০০টি পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে সরকার। জনজীবনে যা নেতিবাচক প্রভাব পড়বে।’

তিনি বলেন, ‘বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেট মেটাতে পারছে না সরকার।আওয়ামী লীগ তাদের দুর্নীতি, লুটপাটের কারণে কার্যত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা না করে চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলো, যা জনগণের ওপর চরম চাপ বাড়াবে।’

অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মত টাকা ছাপিয়ে অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এতে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করেন তিনি। যা জনগণে নাভিশ্বাস উঠবে বলেও জানান বিএনপি মহাসচিব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular