ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসঝিনাইগাতীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন মেলা আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশিনার (ভ‚মি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দ আলী খান, সহকারী শিক্ষক মো. রোস্তম আলী প্রমুখ।
বক্তারা বলেন, এ বিজ্ঞান মেলা বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করার অপূর্ব সুযোগ এ মেলায় রয়েছে।

এ সময় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের ১০টি স্টলে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। তন্মধ্যে অন্যতম উদ্ভাবন হচ্ছে- ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, স্মার্ট কৃষি, সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, পরিবেশ দূষণরোধ, জলবায়ু পরিবর্তন, সবুজ নগরায়ণ, চিকিৎসাব্যবস্থা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular