ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাঢাবির কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটে ভর্তিযুদ্ধ শুরু

ঢাবির কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটে ভর্তিযুদ্ধ শুরু

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। সোয়া লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকাসহ বিভাগীয় শহরের ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।

গত বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে ১ লাখ ২ হাজার পরীক্ষার্থী অংশ নেন। তার মধ্যে ১০ হাজার ২৭৫ জন জন পাস করেন।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়। পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেয়া হয়। এর মধ্যে রয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।

সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেয়া নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি পরীক্ষা বাতিল হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular