ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাটেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ে হারল পাকিস্তান

টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ে হারল পাকিস্তান

নিউজ ডেস্ক:  টেস্টে ক্রিকেটে নতুন ইতিহাস লিখলো পাকিস্তান। যদিও সেটি গর্বের নয়, লজ্জার। মুলতান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানে হারল পাকিস্তান। যা কিনা টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ইনিংসে ৫০০–এর বেশি রান তুলেও ইনিংস ব্যবধানে হারল কোনো দল।

মুলতান টেস্টের প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান তোলে পাকিস্তান। পাল্টা জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রানের পাহাড় গড়ে ইংলিশরা। জো রুট ডাবল সেঞ্চুরি করেছেন। হ্যারি ব্রুক পান ট্রিপল সেঞ্চুরি। এতে ২৬৭ রানের লিড পায় ইংলিশরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮২ রানেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে সালমান আগা ও আমের জামাল ৭০ রানের অবিচ্ছিন্ন ইনিংস খেলে ১৫২ রান তুলে চতুর্থ দিন শেষ করে। তবে পঞ্চম দিনে বাকি চার উইকেট হারিয়ে গুটিয়ে যায় ২২০ রানে।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ধ্বসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন লিচ। মাত্র ৬.৫ ওভার হাত ঘুরিয়ে তুলে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন ব্র্যাডন কার্স ও গাস অ্যাটকিনসন। ১টি উইকেট নেন ক্রিস ওকস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular