ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানকাউখালীতে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কাউখালীতে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:  “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যের আলোকে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার‌্যক্রম জোরদার করা হয়েছে।

শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির এসব সুবিধা গ্রহণের মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতিতে পরিণত হবে। মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রজেক্ট প্রদর্শন করেন। বিকেলে শিক্ষার্থীরা অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অংশ গ্রহন করে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular