পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে রোববার উপজেলার মদনখালী ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এতে উক্ত ইউনিয়ন বিএনপি’র সভাপতি হিসেবে রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক হিসেবে শাজাহান আলী নির্বাচিত হয়েছেন ।
রোববার দিবাগত রাতে কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম । বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান সেলিম । আরও বক্তব্য রাখেন চতরা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নুরুল ইসলাম,পীরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, ছাত্রদলের সভাপতি মোস্তাফিজার রহমান মিলু প্রমুখ ।
জাঁকজমক পূর্ণ এই সম্মেলনে মদনখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫০ কাউন্সিলর সহ সাত শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ।
সম্মেলনে সাইফুল ইসলাম তার বক্তব্যে বিগত আ’লীগ সরকারের বিভিন্ন জুলুম ও নির্যাতনের বর্ণনা দিয়ে আ’লীগের বিরুদ্ধে সজাগ ও একতাবদ্ধ থাকার জন্য বিএনপি ও সহযোগী দলীয় নেতা কর্মিদের আহবান জানান ।