ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাউনিশের বিশ্বকাপ জয়ী নাবিল একুশেই অবসরে

উনিশের বিশ্বকাপ জয়ী নাবিল একুশেই অবসরে

নিউজ ডেস্ক:  ভারতকে হারিয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ওই বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। ওই দল এরই মধ্যে বেশ ক’জন ভবিষ্যত তারকার জন্ম দিয়েছে। তানজিদ তামিম, মাহমুদ হাসান জয়, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারি, তানজিম সাকিব ও পারভেজ ইমন এরই মধ্যে জাতীয় দলে খেলে ফেলেছেন।

অনূর্ধ্ব-১৯-এর ওই বিশ্বকাপ দলে ছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। তখন তার বয়স ছিল ১৭। যুবা দলের অন্যতম কনিষ্ঠ ক্রিকেটার ছিলেন। বিশ্বকাপে ম্যাচ না পেলেও তাকে ভবিষ্যত তারকা মনে করা হচ্ছিল। ২০২০ বিশ্বকাপের পরের বছরই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন নাবিল।

ওই নাবিল ফুল হয়ে ফোঁটার আগেই ঝরে গেলেন। বুধবার মাত্র ২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। জানা গেছে, শারীরিক কিছু জটিলতায় ভুগছেন তিনি। যে কারণে মনোযোগ বাড়াতে চান পড়াশুনায়।

খুলনার ছেলে নাবিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ক্লাস-পড়াশুনার সঙ্গে ক্রিকেট চালিয়ে যাওয়া কঠিন হচ্ছে তার জন্য। শ্বাসকষ্টের সমস্যা আছে বলেও জানা গেছে। যে কারণে ক্রিকেট থেকে দূরে সরে পড়াশুনায় মনোযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নাবিল ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩০৫ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ৯০। ২৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৬৩৩ রান করেছেন বাঁ-হাতি এই ব্যাটার। অনূর্ধ্ব-১৯ দলে খেলাকালীন ভালো ছাত্র হিসেবে সুনাম ছিল নাবিলের। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংরেজি ভাষায় স্বর্তস্ফূর্ত কথা বলে প্রশংসা পেয়েছিলেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular