ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে দেশটি নিজেদের সেনা মোতায়েনের জন্য ‘প্রস্তুত এবং ইচ্ছুক’।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে জরুরি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে স্টারমার বলেন, যুক্তরাজ্য ‘প্রয়োজনে নিজস্ব সেনা মোতায়েন করে’ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত।

তিনি ডেইলি টেলিগ্রামে লিখেছেন, ‌‘আমি এটা হালকাভাবে বলছি না।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‌‌‘ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার যেকোনো ভূমিকা আমাদের দেশ এবং মহাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে।’

‘ব্রিটিশ পুরুষ এবং নারী সেনাদের সম্ভাব্য কঠিন বিপদের মুখে ফেলার যে দায় সেটি আমি গভীরভাবে অনুভব করি।’

তিনি বলেন, ভবিষ্যতে পুতিনকে আরও আগ্রাসন থেকে বিরত রাখতে হলে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা অপরিহার্য।

ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের সমাপ্তি হতে পারে নতুন আক্রমণের আগে পুতিনের কেবল একটি সাময়িক বিরতি

ইউক্রেনীয়-অধিকৃত এবং রাশিয়া-অধিকৃত অঞ্চলের সীমান্তে অন্যান্য ইউরোপীয় দেশগুলির সেনাদের সঙ্গে যুক্তরাজ্যের মোতায়েন করা যেতে পারে বলে মনে করেন তিনি।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular