নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর আল-ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ উপলক্ষে প্রতিষ্ঠানটির মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
প্রতিষ্ঠানটির পরিচাললা কমিটির সভাপতি সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৫৩টি ইভেন্টে বিজয়ী ১ম, ২য় ৩য় স্থান অর্জনকারী প্রায় ১৫৯জিন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ইসলামী সংগীত, হামদনাতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সকলের নজর কাড়ে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালন শিক্ষক করে মামুনুর রহমান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আবু বকর সিদ্দিক।