ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসঝিকরগাছায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঝিকরগাছায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএইপার্ট) প্রকল্পের আওতায় এই মেলার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবু তালহার নেতৃত্বে একটি বর্ণাঢ্যর‌্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ চত্ত¡রে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবু তালহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী সুজাউল হক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবু সাঈদ।

এসময় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রহমান শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মো. আইয়ুব হোসেন ও লাহাবুল ইসলাম, কৃষক তৌহিদুর রহমান প্রমুখ। উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সার-কীটনাশক ব্যবসায়ীবৃন্দ, উদ্যোক্তা কৃষক/কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেলায় ১২টি কৃষি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular