ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসরিষাবাড়ীতে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামী আপেল গ্রেপ্তার

সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামী আপেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অবশেষে জামালপুর জেলায় সরিষাবাড়িতে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামী মো. আসাদুজ্জামান তালুকদার আপেলকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৭ জানুয়ারি সরিষাবাড়ির তারাকান্দিতে ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই আতাউর রহমান বিপুল ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আপেল ও তার স্বজনেরা। এসময় কুপিয়ে বিপুলের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন করে আপেল ও তার সহযোগীরা। এছাড়াও তাদের দায়ের আঘাতে গুরুত্বর আহত হয় বিপুলের মা আসমা বেগম ও তার স্ত্রী মুক্তা বেগম। এই নির্মম ঘটনায় বিপুলের ভাই বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনাটি পুরো জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান, ঘটনার পরপরই দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১০ জন আসামীর মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা। সবশেষ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিপুল এলাকা থেকে আসাদুজ্জামান আপেলকে গ্রেপ্তার করা হয়। এই হত্যা মামলায় ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

পুলিশ সুপার আরো জানান, ঘটনার পরপরই দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১০ জন আসামীর মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা। এই হত্যা মামলায় ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular