ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমৌলভীবাজারশ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখল মুক্ত এবং সংস্কারের দাবীতে...

শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখল মুক্ত এবং সংস্কারের দাবীতে মানববন্ধন

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ রোডস্থ শিশু উদ্যান অবৈধ দখল মুক্ত ও পাবলিক লাইব্রেরি সংস্কারের দাবীতে শ্রীমঙ্গল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৩ ই ফেব্রুয়ারী দুপুরে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ শিশু উদ্যানের সামনে শ্রীমঙ্গল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার ইকবাল চৌধুরী, সাংবাদিক ও ক্রীড়াবীদ আহমেদ ফারুক মিল্লাদ, নাট্য নির্মাতা গোবিন্দ রায় সুমন, লন্ডন থেকে ভাচ্যুয়াল ফোন কলে বিজয়ী থিয়েটারের সভাপতি দেলোয়ার হোসেন মামুন, শিক্ষক ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় ফুয়াদ ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য দেলোয়ার হোসেন, মোজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য নিলয় রশিদ, হোসাইন মোহাম্মাদ আফজাল দীপ দত্ত আকাশ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কবি জাবেদ ভূইয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাট্যকর্মী, ফারজানা নিশিসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই শিশু উদ্যানটি বিগত বছর গুলোতে কৃষি মন্ত্রী দখল করে সেখানে আব্দুস শহীদ কলেজ করেছে এবং পাবলিক লাইব্রেরি দখল করে কলেজ করলেও সেটি এখন অবহেলার পাত্র, পাবলিক লাইব্রেরি প্রায় ৫/৬ হাজার বই আব্দুস শহীদ কলেজে এখান সরিয়ে নেওয়ার পরে পাবলিক লাইব্রেরির বই এবং শিশু উদ্যানের মাঠের ভিতরে কলেজ ক্যাম্পাসের কয়েকটি কক্ষ পল হ্যারিস কেজি স্কুল কে ভাড়া দেওয়া হয়েছে। সরকারী জায়গাতে ব্যক্তি প্রতিষ্টান থাকবে।

কয়েক বছর পাবলিক লাইব্রেরি সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ নিজের নামের কলেজে শাখা করেছিলো।তখন এই পাবলিক লাইব্রেরী ভালো ছিলো, কলেজটি হবিগঞ্জ রোডে স্থানান্তর হলেও অবহেলায় ফেলে চলে গেছে।

এখন এই পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যানের ভিতরে রাতের বেলায় অসামাজিক কাজ সহ মাদকের আড্ডায় পরিণত হয়েছে।পাবলিক লাইব্রেরি উপরে কোন টিন, কাঠ, দরজা নেই ,গেইট ও সবই চুরি হয়েছে একই অবস্থা শিশু উদ্যানের।পাবলিক লাইব্রেরি পিছনে ৫ একক জমি নিয়ে শিশু উদ্যানের অবস্থান। বিগত সরকার শিশু উদ্যানের কোন উন্নয়ন করেনি। বিজয় মেলার আয়োজন করে হাতিয়ে নিয়েছে স্থানীয় আওয়ামীলীগের উপজেলা কমিটির নেতারা লাখ লাখ টাকা পকেটে ভরেছে, এবং আব্দুস শহীদ কলেজ ফান্ডে গেছে টাকা।

শিশু উদ্যানের নাম ফলক ভেঙ্গে শেখ রাসেল শিশু উদ্যান করা হয়। শহরে শিশু কিশোরা চিত্র বিনোদনের সুযোগ পাচ্ছে না। ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানে নামে ফ্লট দেওয়ার পরিকল্পনা করেছিলো বিগত সরকারের স্থানীয় প্রভাবশালী নেতারা। শিশু উদ্যানের গেইট চুরি হয়েছে প্রতিনিয়ত বাউন্ডারির উপরে গ্রীল রড চুরি হচ্ছে। শিশু উদ্যানে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক কর্মীরা মুক্ত মঞ্চ করে বছরে একবার পহেলা বৈশাখের আয়োজন করলেও আব্দুস শহীদ কলেজের অবৈধ দখল করে ঘর বানিয়ে ব্যাঘাত সৃষ্টি করছে।

মানববন্ধনে বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও সাংস্কৃতিক কর্মীরা আগামি ২৪ ঘন্টার মধ্যে এই অবৈধ দখলদারকে উচ্ছেদ না করলে বড় আকারে প্রতিবাদ সমাবেশের ডাক দেন।

মানববন্ধন বিক্ষোভ মিছিল শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন কাছে আন্দোলনকারীরা স্মারকলিপি দেন ।

রা স্মারকলিপি দেন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular