ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে সীমান্তে পাথর শ্রমিককে বিজিবি'র কাছে হস্তান্তর

পঞ্চগড়ে সীমান্তে পাথর শ্রমিককে বিজিবি’র কাছে হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়ার একদিন পরে রবিউল ইসলাম (৪৫) নামে এক পাথর শ্রমিককে বিজিবির হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার বিকেলে তাকে পতাকা বৈঠকের মাধ্যেমে ফেরত দেয়া হয়। পরে তার বিরুদ্ধে তেতুঁলিয়া মডেল থানায় তার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের মামলার প্রস্তুতি চলছে। রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত পাথর শ্রমিকের বাড়ি উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার গিয়াস উদ্দীনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরো জানায়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ তেঁতুলিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৪৪৩ এর ১৩ সাব পিলার হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশী পাথর শ্রমিক পাথর-বালু উত্তোলন করছিলেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফের ১৮ ব্যাটালিয়নের বিবেকানন্দ ক্যাম্পের টহল দল তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

পরে বিষয়টি তেঁতুলিয়া বিওপি’র জানতে পেরে বিএসএফ বানেশ্বরজোত বিওপি’র সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বিএসএফ। পরে ২৬ ফেব্রুয়ারি বিকেল তিনটায় পতাকা বৈঠকের পরে বাংলাদেশী পাথর শ্রমিককে বিজিবি’র নিকট হস্তান্তর করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular